BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মোংলা-খুলনা মহাসড়কে বাস উল্টে খাদে পড়ে নিহত-২, আহত-৭

মোংলা-খুলনা মহাসড়কে বাস উল্টে খাদে পড়ে নিহত-২, আহত-৭

বাগেরহাট প্রতিনিধি: মোংলা-খুলনা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা বাসের যাত্রী। আর আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন বিটিসি নিউজকে জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস আজ দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কয়েকটি মোটরসাইকেল সামনাসামনি চলে আসে। এ সময় বাসটি হার্ডব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত হয় সাতজন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। আহতদের উদ্ধার করে সংলগ্ন ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান বলেন, মোটরসাইকেলে যারা ছিলেন তারা পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশে মোংলায় যাচ্ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ