মোংলায় মাছ শিকারের অভিযোগে ট্রলারসহ ভারতীয় জেলে আটক ২৩

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুইটি ফিশিং ট্রলারসহ ভারতীয় ২৩ জেলেকে আটক করেছে নৌবাহিনী। আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় আটক ভারতীয় ২৩ জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক জেলেদের বিরুদ্ধে নৌবাহিনীর পক্ষ থেকে এসএম ভূঁইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

আটক ব্যক্তিরা হলেন:  হরিরঞ্জন, সুকুমার দাস, শ্রীমন্ত দাস, নিরোদ দাস, বিশ্বজিত সাহা, অল পুরকাইত, গুরুপদ জানা, তপন পুরকাইত, বিজয় দাস, নিরঞ্জন দাস, প্রণব মণ্ডল, আপান্না, কালিপদ সামন্ত, কার্তিক জেনা, দুদ কুমার ভুইয়া, আভি, পাওলিয়া, নারী সাম্মা, দানিয়া, রামু, রাম, আপ্পানা।

এসব জেলেদের বাড়ি ভারতের কলকাতার চব্বিশ পরগনা ও বিজয়নগর এলাকায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় নৌবাহিনী দুইটি ট্রলারসহ ভারতীয় ২৩ জেলেকে আটক করে।

আটক জেলেদের আজ শুক্রবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এর আগে ১ অক্টোবর একটি ফিশিং ট্রলারসহ ১৫ ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.