মোংলায় দুটি লাইটার জাহাজ ভর্তি ৬৬০ টন কয়লাসহ ৩৭ চোরাকারবারি আটক


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেল দিয়ে পাচার করার সময় ৬৬০ টন কয়লাসহ ৩৭ চোরাকারবারি আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
মোংলা বন্দরের পশুর চ্যানেলর হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ কয়লা চুরি করে রবিবার ভোরে যশোরের নওয়াপাড়ায় যাবার পথে বটিয়াঘাটা এলাকা থেকে দুটি লাইটার জাহাজ এমভি আল রতনা ও তানজিলা-২ জব্দ করা হয়।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহম্মেদ এতথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলর হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চুরি করে পাচার হচ্ছে এমন খবর পেয়ে অভিযানে নামে কোস্টগার্ড। অভিযানে বটিয়াঘাটা এলাকা থেকে ৬৬০ টন চোরাই কয়লাসহ দুটি লাইটার জাহাজ আল রতনা ও তানজিলা-২ জব্দ করা হয় এবং পাচারে জড়িত ৩৭ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
এসব কয়লা চুরি করে যশোরের নওয়াপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। চুরি করা ৬৬০ টন কয়লা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আমদানি করা কয়লা নয় বলেও জানান এই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.