মোংলাবন্দরে ৩ নম্বর সংকেত, পণ্য খালাস-বোঝাই ব্যাহত

বাগেরহাট প্রতিনিধি: ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।
এর প্রভাবে আজ মঙ্গলবার (০৯ আগস্ট) ভোর থেকে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে থেমে থেমে হালকা-মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বিটিসি নিউজকে জানান, উড়িষ্যা উপকূলে লঘুচাপের সৃষ্টি হওয়ায় মোংলায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে আজ ও কাল বৃষ্টিপাত হবে। দুইদিন পর বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে সতর্ক সংকেতও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই উড়িষ্যার লঘুচাপটি পর্যবেক্ষণ করা হচ্ছে। লঘুচাপটি দুর্বলও হয়ে যেতে পারে। তবে, নিম্নচাপে রূপ নিলে তা উড়িষ্যা উপকূল অতিক্রমের সম্ভাবনা রয়েছে। তখন এ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার সূত্র জানায়, আজ মঙ্গলবার (০৯ আগস্ট) টানা বৃষ্টিতে বন্দরে অবস্থানরত কয়লা, মেশিনারি, ক্লিংকার ও গ্যাসসহ পণ্যবাহী ৯টি জাহাজে পণ্য খালাস-বোঝাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। বেশি সমস্যা হচ্ছে সিমেন্টের কাঁচামাল (ক্লিংকার) জাহাজে। সেখানে বৃষ্টির কারণে খালাস কাজ মাঝে মাঝে বন্ধ থাকছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ বিটিসি নিউজকে বলেন, ‘সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি দুই থেকে আড়াই ফুট বেড়েছে।’ এদিকে, সাগরের মাছ ধরার ৫০/৬০ ট্রলার দুবলার মেহেরআলী, ভাঙ্গার খাল ও ভেদাখালী খালে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন এ বন কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.