মেয়েদের উত্যাক্তের অভিযোগে বখাটে যুবককে সতর্ক : হাত পা ধরে শেষ রক্ষা

প্রতীকী ছবি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন মার্কেটে কতিপয় যু্বক বখাটেদের মেয়েদের উত্যাক্তের ঘটনা ঘটে আসছিলো। সব চাইতে বেশী অভিযোগ ছিলো সদাবরী, চন্দ্রবাস,দূর্গাপুরের কয়েকজনের বিরুদ্ধে। বখাটেদের ভিতর সবচাইতে আলোচনায় আসে সদাবরীর গ্রামের বিল্লালের ছেলে জামিরুলের নাম। বিষয়টি বাজারের বিভিন্ন জায়গায় আলোচনা হতে থাকে।
নাম না প্রকাশ করার শর্তে অনেকে জানান এই জামিরুল বড় বড় চুল রেখে, শার্টের বোতাম খুলে, হাতে নানান ধরনের ব্রেসলেট পড়ে, গলায় বিভিন্ন মালা পড়ে ও স্টাইলিশ প্যান্ট পড়ে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে মেয়েদের টিজ করে।
যার ধারাবাহিকতায় গত রোববার কার্পাসডাঙ্গা কয়েকজন সচেতন  যুবক বিষয়টি দেখে জামিরুলকে ডেকে সতর্ক করে দেয়। এসময় জামিরুল তাদের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে শেষ রক্ষা করে।
কার্পাসডাঙ্গার যুবক কয়েকজন জানান তাকে ইতিপূর্বেও কয়েকবার সতর্ক করা হয়েছিলো। সে না শুধরানোই তাকে শেষবারের মত সতর্ক করা হয়েছে। তবে আবারো যদি সে ওরকমই করে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলেও জানায় তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.