মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন – ইউএনও তমাল হোসেন


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য়) পর্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের রশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গুরুদাসপুর উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার।
উঠান বৈঠকে উপস্থিত নারীদের উদ্দেশ্যে ইউএনও তমাল হোসেন বলেন, আপনার কন্যা সন্তানকে অবহেলা করবেন না, বাল্যবিয়ে দিবেন না। আপনার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। একদিন সেই মেয়েই আপনার মুখ উজ্জল করবে। বাল্যবিয়ে দিয়ে মেয়েদের মৃত্যুর দিকে ঠেলে দিবেননা।
তাছাড়াও নিজের ছেলেমেয়েদের দিকে নজর দিন। তারা যেন কোন অপরাধের সাথে জড়িয়ে না পরে। এ জন্য বেশি বেশি তাদেরকে সময় দিন। নিয়মিত স্কুলে পাঠান, সমাজের ভাল কাজ গুলোতে উতসাহিত করুন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.