মেহেরা রশিদ ফাউন্ডেশন (এমআরএফ) কমিটি গঠন

ঢাকা প্রতিনিধি: আজ ২৯ মে বুধবার দুপুরে সংগঠন এর নিজস্ব কার্যলয়ে মেহেরা রশিদ ফাউন্ডেশন (এমআরএফ)’র আগামী ২ বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রকৌশলী এ.কে.জাহিদ, চেয়ারম্যান, মোসাঃ তানিয়া নাছরিন, মহাসচিব, এস.এম.নাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, মো.আরাফাত হোসেন রাব্বী, যুগ্ম মহাসচিব, মো.আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, কানিজ ফাতেমা, কোষাধ্যক্ষ, মো.শামিম হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক।
নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এ. কে.জাহিদ বলেন, মেহেরা রশিদ ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করবে, বয়স্কদের শিক্ষা, অটিজম শিশুদের নিয়ে কাজ করবে, দরিদ্রদের শিক্ষা বৃত্তি প্রদান করবে, বিভিন্ন মহা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে।
এই ফাউন্ডেশন এর অধীনে মরিয়ম মেমোরিয়াল ইনস্টিটিউট, মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা, অটিজম শিশুদের নিয়ে অটিস্টিক চিলড্রেন নিয়ে কাজ শুরু করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.