মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ও কাথুলি সীমান্ত দিয়ে ৬০ জন নারী-পুরুষকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার সময় কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৪৭ মেইন পিলারের কাছে শহীদ স্মরণী দিয়ে ৩০ ব্যক্তিকে ৪৭ বিজিবি কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৬ জন তৃতীয় লিঙ্গের সদস্য রয়েছে।
১১-গান্দিনা বিএসএফের কোম্পানি কমান্ডার এবিসন ফ্রান্কো কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিনের কাছে এসব বাংলাদেশিদের হস্তান্তর করেন।
এছাড়া দুপুর ১২টার সময় একই উপজেলার কাথুলি সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৩/৩ এসের কাছ দিয়ে ৩০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
কাথুলি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর তাদের গ্রহণ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন স্থানে।
তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ভারতের মুম্বাই, দিল্লি, আসাম রাজ্যে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা। পরে পুলিশ তাদের আটক করে বিএসএফের তেইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমারের কাছে হস্তান্তর করে। অনোজ কুমার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাথুলির বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানের কাছে তাদের হস্তান্তর করেন। আটকদের গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, বিএসএফ ১৪ জন বাংলাদেশিকে তাদের কাছে বুঝিয়ে দিয়েছে। তারা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। পরিবারের লোকজনকে খবর দিয়ে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মেহেরপুর প্রতিনিধি মো. আকবর আলী। #

















