মেহেরপুরে দুই পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

মেহেরপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার মেহেরপুরের সীমান্তবর্তী বুড়িপোতা গ্রামের মাঠে মাদক ব্যবসায়ী দু’পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা তিনি মাদক ব্যবসায়ী।

আজ ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

বিটিসি নিউজকে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান বলেন, ভারতীয় সীমান্তবর্তী বুড়িপোতা গ্রামের মাঠে মাদক ব্যবসায়ী দু’পক্ষের মধ্যে গুলাগুলির খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলের আশপাশে তল্লাশি শুরু করে।

এসময় সেখান থেকে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ ও মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ধারণা দিয়ে ওসি আরও বলেন, এ বিষয়ে রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কারা গোলাগুলির সঙ্গে জড়িত তা চিহ্নিত করে তাদেরকে আটকের চেষ্টা চলছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.