মেসি-নেইমার-এমবাপ্পেময় ম্যাচে পিএসজির গোল উৎসব

বিটিসি স্পোর্টস ডেস্ক: এমন রাত দেখার জন্যই প্যারিসের ক্লাবটি দলে ভিড়িয়েছিল সময়ের তিন তারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে। যেদিন তিনজনই দেখাবেন পায়ের জাদু। মাতবেন গোল উৎসবে। ম্যাকাবি খাইফার বিরুদ্ধেও সেটাই হলো। তিন তারকার জ্বলে ওঠার দিনে ম্যাকাবি খাইফার বিরুদ্ধে রীতিমতো গোল উৎসব করল পিএসজি।
চ্যাম্পিয়নস লিগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে খাইফাকে ৭-২ গোলে হারায় পিএসজি। দলের পক্ষে দুটি করে গোল করে করেন মেসি ও এমবাপ্পে। একটি করেন নেইমার ও কার্লোস সলের। বাকিটি আসে আত্মঘাতি থেকে। পিএসজির সাত গোলের বিপরীতে কেবল দুই গোল শোধ করতে পারে দলটি।
ইসরায়েলের দলটিকে বিপক্ষে জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করল পিএসজি।ম্যাচটিতে জিতলেই শেষ ষোলো নিশ্চিত হতো দলটির। এমন সমীকরণের ম্যাচে রীতিমতো জ্বলে উঠল ফরাসি ক্লাবটি। চমক দেখালেন তিন তারকা। তাতে শেষ পর্যন্ত জয় নিয়ে মোট ১১ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় ওঠে তারা।
গ্রুপের শেষ রাউন্ডে আগামী বুধবার জুভেন্টাসের মুখোমুখি হবে পিএসজির। অন্যদিকে একই দিন বেনফিকার বিপক্ষে লড়বে খাইফা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.