মেসির মায়ামিকে বিদায় করে খুশি মন্টেরে কোচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মন্টেরের কাছে হেরে বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাক্সিকান এই ক্লাবের কাছে প্রথম লেগে মেসিকে ছাড়া ২-১ গোলে হেরেছিল মায়ামি। দ্বিতীয় লেগে মেসি খেললেও তা কাজে আসেনি। উল্টো ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে দলটি। আর মায়ামিকে বিদায় করে বেশ খুশি মন্টেরে কোচ ফার্নান্দো ওর্তিজ।
প্রথম লেগের ম্যাচে মাঠে না থেকেও ছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে মেসির অসদাচরণ করার খবরও পরে সামনে আসে। পরে মেসিকে নিয়ে মন্টেরের সহকারি কোচের কটূক্তির কথাও শোনা যায়।
ম্যাচে মেসিকে বিরক্ত করা তাদের উদ্দেশ্য ছিল না জানিয়ে মন্টেরে কোচ বলেন, ‘আমি বলেছিলাম যে আমরা তাদের হারাতে যাচ্ছি। মায়ামির প্রতি সম্মানের অভাবের জন্য নয়, কারণ আমি জানতাম যে আমার খেলোয়াড়রা করবে। বুঝতে হবে কি করা দরকার। আমার কাছে, লিও সর্বকালের সেরা খেলোয়াড়, আমি কাউকে বিরক্ত করতে চাইনি, আমি কেবল একটি সৎ মতামত দিয়েছি।’
ফার্নান্দো ওর্তিজ আরও বলেন, ‘একজন কোচ হিসাবে, একটি দুর্দান্ত দলকে বিদায় করতে পেরে আমি খুশি। জেরার্দো (মার্তিনো) ও লিও একজন দুর্দান্ত কোচ ও খেলোয়াড়, যারা বিশ্বব্যাপী স্বীকৃত। সিরিজ জয়ে আমরা তৃপ্তি পেয়েছি, তবে আমরা টাইগ্রেসের কথা ভাবছি। #’

Comments are closed, but trackbacks and pingbacks are open.