মেসির জোড়া গোলে তিনে উঠে এলো বার্সা

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির পারফর্মেন্সে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। এদিন জোড়া গোল করার পাশাপাশি মেসি সতীর্থের গোলে রাখলেন অবদান। এই জোড়া গোলের সুবাদে পিচিচি ট্রফি জেতার দৌড়ে লুইস সুয়ারেজকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে ওঠেন মেসি। অন্যদিকে দলকে নিয়ে গেলেন পয়েন্ট টেবিলের তিনে।
গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নিজেদের মাঠে বার্সেলোনা ৩-০ গোলে হারায় এলচেকে। মেসির জোড়া গোলের পর তাদের শেষ গোলটি করেন জর্দি আলবা। এই জয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদিদ্রের সঙ্গে ব্যবধান কমালো রোনাল্ড কোম্যানের দলটি। রিয়ালের চেয়ে মাত্র ২ পয়েন্ট দূরে আছে বার্সা।
প্রথমার্ধে একচেটিয়া বল দখলে রাখা বার্সেলোনা খুব একটা সুবিধা করতে পারেনি এলচের রক্ষণাত্মক কৌশলের কারণে। তাই গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় মেসিদের।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অপেক্ষার অবসান ঘটায় বার্সেলোনা। ডি-বক্সের মুখে মার্টিন ব্রাথওয়েটের ব্যাকহিলের পাস ধরে বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন আর্জেন্টাইন তারকা মেসি। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেনি বল। এই গোলে লা লিগায় লুইস সুয়ারেসকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে ওঠেন মেসি।
৬৮তম মিনিটে ব্যবধান বাড়ায় মেসি। ফ্রেংকি ডি ইয়ংয়ের বাড়িয়ে দেয়া বল ধরে দুজনের বাধা এড়িয়ে লক্ষ্যভেদ করেন ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার। এ নিয়ে আসরে ১৭টি গোল হলো মেসির। তার চেয়ে ২ গোল কম নিয়ে দুইয়ে আছে সাবেক সতীর্থ অ্যাথলেটিকো মাদ্রিদের সুয়ারেজ।
ম্যাচের ৭৩তম মিনিটে মেসির ক্রস পেয়ে হেডে বক্সের মুখে বল বাড়ান ব্রাথওয়েট। তা ধরে বাঁ পায়ের জোড়ালো শটে ঠিকানা খুঁজে নেন ডিফেন্ডার আলবা।
বাকি সময়ে আরও দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোম্যানের শিষ্যরা। ফলে ৩-০ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে বার্সা। সব মিলিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল দলটি।
জয়ে ফেরার মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমিয়ে তিন নম্বরে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.