মেসির গোলে পিএসজির জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: পিছিয়ে পড়েও আশরাফ হাকিমি ও লিওনেল মেসির গোলে জয় তুলে নিল পিএসজি। তুলুজকে ২-১ গোলে হারিয়েছে ক্রিস্তফ গালতিয়ের দল। এ জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
এ ম্যাচে চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস, দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমার ছিলেন না।
ম্যাচের ২০তম মিনিটে গোল হজম করে বসে স্বাগতিক পিএসজি। তুলুজের মিডফিল্ডার ফন বুমেনের ফ্রি-কিকে বল রক্ষণ দেয়ালে একজনের পায়ে লেগে জালে জড়ায়।
তবে ৩৮তম মিনিটে সমতায় ফেরে পিএসজি। বক্সের বাইরে জায়গা বানিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন মরক্কোর ডিফেন্ডার হাকিমি।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় পিএসজি। হাকিমির পাসে বল বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি।
লিগে ২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লঁস। ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তুলুজ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.