মেসিদের ম্যাচভেন্যুর পার্শ্ববর্তী এলাকায় অগ্নিকাণ্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচভেন্যুর পাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে লুসাইল স্টেডিয়াম থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে। জানা গেছে, নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ধোয়ায় একাকার পুরো এলাকা, লুসাইল স্টেডিয়ামের পাশ থেকেও তা দৃশ্যমান।
যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই জায়গার নাম কেতাইফান আইল্যান্ড। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিভিল ডিফেন্স বাহিনী দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হয়েছে।
কেতাইফান আইল্যান্ড লুসাইল স্টেডিয়াম থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে হলেও সেটার পাশেই বিশ্বকাপের দর্শকদের জন্য তাবুর ব্যবস্থা ছিল। ফলে মেক্সিকো বনাম আর্জেন্টিনা ম্যাচটি কিছুটা হলেও প্রভাবিত হতে পারে এই ঘটনায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.