মেডিকেল বোর্ডের বক্তব্যকে গুরুত্ব দিন : রিজভী

ঢাকা প্রতিনিধি: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড যে বক্তব্য দিয়েছে তা গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার মৌলিক অধিকার হরণ করেছে অভিযোগ করে রিজভী বলেন, খুনের আসামীর সাজা মওকুফ করলেও গণতন্ত্রের নেত্রীর মুক্তি মিলছে না।
তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবি তুলছে। ফ্যাসিবাদের সকল স্বরূপ নিয়ে আত্মপ্রকাশ করেছে সরকার। দয়া-মায়া-মানবতা বলতে কিছু নেই।
এর আগে গতকাল রবিবার (২৮ নভেম্বর) খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, তার লিভার সিরোসিস হয়েছে। লিভার সিরোসিসের কারণে তার ব্লিডিং হচ্ছে উল্লেখ করে তারা দ্রুত খালেদা জিয়াকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানির বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুপারিশ করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.