মেটিয়াবুরুজ পার্কসার্কাস রাজবাজারে লক ডাউন অমান্য করে রাস্তায় নামছে লোক

কলকাতা প্রতিনিধি: রাজ্যে কোরোনা সংক্রমণ রুখতে প্রশাসন পুলিশি ব্যাবস্হা আরও জোরদার করেছে ৷ বিভিন্ন জায়গায় সরকারি বিধি নিষেধ না মানার জন্য লাঠি চার্জ করতেও দেখা গেছে ৷ কোথাও কোথাও দুর্ঘটনাও ঘটে গেছে ৷ মৃত্যু পর্যন্ত ঘটেছে ৷ অথচ এর বিপরীত চিত্রও দেখা গেছে ৷
কলকাতা শহরতলির মেটিয়াবুরুজ, পার্কসার্কাস, রাজাবাজার এলাকায় মানুষ লকডাউন ভেঙে রাস্তায় অবিন্যস্ত ঘুরে বেড়াচ্ছে ৷
জিজ্ঞেস করলে তাদের কাছ থেকে সঠিক জবাব পাওয়া যায়নি ৷ নিজেদের মধ্যে রোজকার আড্ডা এখনও বাহাল তবিয়েতে চলছে ৷ রোজকার মত সকাল বেলা জল খাবারের দোকানে ভাজা চলছে পরোটা, লুচি ৷ রাস্তার নলকূপে চলছে গণ স্নান ৷

যেখানে অনান্য জায়গায় এতটা তৎপরতা সেখানে পুলিশা তৎপরতায় এই শিথিলতা কেন, প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ এইভাবে চলতে থাকলে সরকারের পক্ষ থেকে নেওয়া করোনার মোকাবিলায় নেওয়া প্রতিটি পদক্ষেপ ব্যর্থ হয়ে যাবে ৷ যেখানে প্রতিটি সংবাদ মাধ্যমে ঘরবন্দি থাকার কথা বলা হচ্ছে, সেখানে এই বিশৃঙ্খলতা মানুষের বিপদ আরও বাড়িয়ে দিচ্ছে না কি ?

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.