মেঘনায় ইলিশ রক্ষায় যৌথ অভিযানে জাল-ট্রলার জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মেঘনায় মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ২টি ইঞ্জিন চালিত নৌকা এবং ৬ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ এ অভিযানে অংশ নেয়।

অভিযানে নেতৃত্বদানকারী জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত ১৪ দিন ধরে অভিযানে ৩২০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত ছাড়াও ১১১টি অভিযান চলে। মা ইলিশ রক্ষা অভিযানে বিমান বাহিনীর হেলিকপ্টার পর্যন্ত মনিটরিংয়ে অংশ নেয়। এত কিছুর পরেই জেলেদের আটকে রাখা যাচ্ছে না।

জেলা সবচেয়ে দুর্গম এলাকা বাংলাবাজার, কালীরচর, বকচর, গজারিয়া, চরবলাকিসহ বিভিন্ন এলাকায় এই অভিযানের সময় জেলেদের জাতীয় স্বার্থে মা ইলিশ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. সোহেল চৌধুরী সোহেল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.