মেক্সিকোয় বারে বন্দুক হামলা, নিহত-১২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পৌর সরকার এ কথা জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে ৬ নারী ও ৬ পুরুষের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছে, এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তবে কে বা কারা  হামলা চালিয়েছে অথবা হামলার উদ্দেশ্য কি সে সম্পর্কে কিছু বলা হয়নি।
আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলায় আহত হয়েছেন আরও ৩ জন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা হামলাকারীকে খুঁজছে। দেশটির কর্তৃপক্ষ ১১ জন নিহত হওয়ার কথা জানালেও কি কারণে এ হামলা তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি।
গুয়ানাজুয়াতো, বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উত্পাদন কেন্দ্র। সম্প্রতি মাদক ব্যবসায়ী চক্রের দ্বন্দ্বের কারণে প্রায়শই হামলার ঘটনা ঘটছে সেখানে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.