মেক্সিকোয় নাইটক্লাবে অস্ত্রধারীদের গোলাগুলি, নিহত ১৫জন
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শনিবার মেক্সিকোয় একটি নাইটক্লাবে অতর্কিতে গোলাগুলির ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। খবর রয়টার্সের।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সালামানকা শহরের লা মেনজ ক্লাবের সামনে তিনটি ভ্যানে করে অস্ত্রধারী সূর্যোদয়ের আগে এসে গুলি চালান।
গোলাগুলি ঘটনার পর পাওয়া এক ভিডিওতে দেখা যায়, নাইটক্লাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুলিশ।
দেশটির গুয়ানাজুয়াতো স্টেটের প্রসিকিউটর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ওই নাইট ক্লাবের ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য দুই জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।
স্থানীয় দুষ্কৃতীরা সালামানকা তেল শোধনাগার থেকে বিপুল পরিমাণে তেল চুরি করে। গত সপ্তাহে এল মারো নামে এক প্রভাবশালী দুষ্কৃতীদলের নেতাকে গ্রেফতার করতে অভিযানে নেমেছিল মেক্সিকোর সেনাবাহিনী। পুলিশ ধারণা করছে এই হামলার নেপথ্যে তারাই জড়িত থাকতে পারে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.