মেক্সিকোতে মাদক ব্যবসায়ীদের গুলিতে শিশুসহ নিহত-৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্কমেক্সিকোর মধ্যাঞ্চলে দুই মাদক মাফিয়ার গুলিতে নারী ও শিশুসহ অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু, এক কিশোরী ও এক নারী রয়েছেন। গুরুতর আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। 
দেশটির কর্তৃপক্ষ জানায়, গুয়ানাহুয়াতো প্রদেশের সিলাও শহরের একটি বাড়িতে গত বুধবার গুলি চালায় দুই বন্দুকধারী।
মোটরবাইকে চেপে আসা দুই দুর্বৃত্তের নিশানায় ছিল বাড়িটিতে থাকা চার পুরুষ এবং এক নারী।
পুলিশ জানিয়েছে, ওই হামলার সময় এক বছরের একটি শিশু এবং ১৬ বছর বয়সি এক কিশোরীরও মৃত্যু হয়। তবে এই দুজনকেও পরিকল্পনামাফিক খুন করা হয়েছে, নাকি গোলাগুলির মধ্যে পড়ে তাদের অতর্কিত মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
দুই প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গোষ্ঠী সান্তা রোসা দে লিমা এবং জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘর্ষ প্রায়ই লেগে থাকে।
এর জেরে সারা বছরই অশান্তির আবহ গুয়ানহুয়াতো প্রদেশে। গত বুধবারের ঘটনাও মাদক পাচার নিয়ে বিবাদের জেরে বলে পুলিশের দাবি। (সূত্র: এবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.