মেক্সিকোকে হারিয়ে শেষ আটে ভেনেজুয়েলা

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই পেনাল্টিতে ফল হলো দুই রকম। একটিতে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নিলেন সালোমন রন্দন। অন‍্যটিতে ব‍্যর্থ হলেন ওর্বেলিন পিনেদা। মেক্সিকো পারল না সমতা ফেরাতে। টানা দুই জয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিল ভেনেজুয়েলা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ১-০ গোলে জিতেছে ভেনেজুয়েলা। লাতিন আমেরিকা থেকে কখনও বিশ্বকাপে খেলতে না পারা একমাত্র দেশটি কোপা আমেরিকার আসর শুরু করেছিল একুয়েডরকে হারিয়ে।
ক‍্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ৫৭তম মিনিটে সফল স্পিটে ‘ডেডলক’ ভাঙেন রন্দন। ভেনেজুয়েলার সফলতম গোলদাতার এটি ৪২তম গোল।
ইয়ন আরামবুরুকে মেক্সিকোর গোলরক্ষক জুলিও গনসালেস ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ভেনেজুয়েলা।
জর্জ সানচেসের শট ভেনেজুয়েলার মিগেল নাভাররোর হাতে লাগলে ভিএআরের সাহায‍্য নিয়ে মেক্সিকোকে পেনাল্টি দেন রেফারি। ৮৭তম মিনিটে সেটি কাজে লাগাতে পারেননি দ্বিতীয়ার্ধে বদলি নামা পিনেদা। ঠিক দিকে ঝাঁপিয়ে তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রাফায়েল রোমো।
শিরোপাধারী আর্জেন্টিনার পর এখন পর্যন্ত কেবল ভেনেজুয়েলাই নিশ্চিত করতে পেরেছে নক আউট পর্ব। দলের অর্জনে দারুণ খুশি অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ ফের্নান্দো বাতিস্তা। অনুবাদকের সাহায‍্য নিয়ে ম‍্যাচ সম্পর্কে নিজের মত জানান তিনি।
“কখনও কখনও বল আমাদের দখলে ছিল না। তবে আমরা কখনও হাল ছাড়িনি। ছেলেরা তাদের সবটুকু উজাড় করে দিয়েছে… আর এতে আমি ভীষণ গর্বিত।”
আগামী সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে জ‍্যামাইকার মুখোমুখি হবে ভেনেজুয়েলা। সেদিন হার এড়াতে পারলেই নিশ্চিত হবে গ্রুপ শ্রেষ্ঠত্ব। সেটি হলে হয়তো শেষ আটে এড়াতে পারবে শিরোপাধারী আর্জেন্টিনার সঙ্গে লড়াই।
জ‍্যামাইকাকে হারিয়ে আসর শুরুর পর দুইবারের ফাইনালিস্টদের সামনে যেন চীনের প্রাচীর হয়ে উঠেছিলেন রোমো। পেনাল্টি ছাড়াও মেক্সিকোর আরও চারটি চেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক। তাতে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় মেক্সিকো।
কোচ হাইমে লোসানো অবশ্য আত্মবিশ্বাসী, একুয়েডরের বাধা পেরিয়ে টুর্নামেন্টে টিকে থাকবেন তারা।
“আমরা যেমন সুযোগ তৈরি করেছি, তেমন যদি কেউ করে, যদি ম‍্যাচ সেরা হয় প্রতিপক্ষের গোলরক্ষক, তাহলে হ‍্যাঁ, আমরা যেমন প্রত‍্যাশা করেছিলাম তেমনটা ঘটেনি। আমাদের সামনে এখনও ৯০ মিনিট সময় আছে। কেউ হাল ছাড়ছে না। আমরা এটা করতে পারব।”
এরই মধ‍্যে অধিনায়ক এদসন আলভারেসকে হারানো মেক্সিকো এদিন খেয়েছে আরেকটি ধাক্কা। কুঁচকির চোটের জন‍্য বিরতির পর মাঠে নামেননি ভারপ্রাপ্ত অধিনায়ক ও ডিফেন্ডার সেসার মন্তেস।
টানা দুই ম‍্যাচে দুই খেলোয়াড় হারানোর শঙ্কায় বেশ উদ্বিগ্ন লোসানো।
“আমি দেখেছি সে কুঁচকি সমস‍্যায় ভুগছিল। বিরতির সময় ওরা আমাকে বলছিল, দ্বিতীয়ার্ধে খেলা ওর জন‍্য খুব কঠিন হয়ে যাবে।”
“হয়তো আগামী কাল কিংবা দুয়েক দিনের মধ‍্যে আমরা একটা উত্তর পাব। তবে আজই বলতে পারব না, পরের ম‍্যাচে তাকে আমরা পাব কী না।” #

Comments are closed, but trackbacks and pingbacks are open.