মুহূর্তের মধ্যে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে চিরচেনা বসতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: উজানে পাহাড়ী ঢল ও কয়েক দিন ধরে চলা বৃষ্টিতে যমুনায় পানি বেড়ে প্রচন্ড স্রোতে সিরাজগঞ্জের পুর্ব শাহজাদপুর ও এনায়েতপুরে ভয়াবহ নদী ভাঙ্গন শুরু হয়েছে। মুহূর্তের মধ্যে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে চিরচেনা বসতি।
আজ বুধবার (০৩ জুলাই) ভোর ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ৪২ সেন্টিমিটার বেড়ে ১২.৪৪ সেন্টিমিটারে অবস্থান করে বিপদসীমার (১২.৯০) ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।
সামনের দিনগুলোতে এ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পাউবো।
এ এলাকায় ৬৪৭ কোটি টাকার ডানতীর রক্ষা বাঁধ নির্মাণে চরম ধীরগতি ও অনিয়মের কারণে প্রকল্প এলাকার হাট পাঁচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুর এলাকায় গত কয়েক দিনে শতাধিক ঘর-বাড়ি ও বেশ কিছু আবাদী জমি বিলীন হয়েছে।
সরিয়ে নেয়া হয়েছে আরও শতাধিক ঘরবাড়ি।
এ অবস্থায় এলাকা জুড়ে বিরাজ করছে হাহাকার। ভাঙ্গন রোধে যথাযথ উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অসহায় মানুষেরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.