মুরগি খেতে গিয়ে ধরা পরলো সুন্দরবনের অজগর (ভিডিও)

মোড়েলগঞ্জ প্রতিনিধি: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয়ে ভেসে সুন্দরবনের ৯ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।
গতকাল সোমবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের গিলারখালকুল গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। অজগরটি ওই গ্রামের বাসিন্দা রাসেল হাওলাদারের এর বসত ঘরের মুরগীর খোপ ঢুকে দুটি মুরগি খেয়ে ফেলার পাশাপাশি ৫টি হাঁস মেরে ফেলে।
পরে বাড়ীর মালিক ও স্থানীয় লোকজন অজগরটিকে দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয়।

বাগেরহাট পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বিটিসি নিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজগরটিকে উদ্ধার করে এদিন দুপুর ১২টার দিকে সুন্দরবনের শ্যালা নদীর পাড়ে গহিন বনে ছেড়ে দেয়া হয়েছে। অজগরটি ওজন প্রায় ১২ কেজি। এটি লম্বায় ৯ ফুট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে অজগরটি সুন্দরবন বন থেকে ভেসে লোকালয়ে চলে আসে বলে ধারনা করা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.