মুমিনুল কথা রাখলেন, করলেন সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

বিটিসি স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে সর্বশেষ ১০ ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। ভারত সিরিজ থেকে অধিনায়কের দায়িত্ব পাওয়া মুমিনুল হক তো আরও কয়েক ধাপ পিছিয়ে। টানা ১৪ ইনিংস তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি তিনি।

অবশেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সেই আক্ষেপের অবসান হলো। অধিনায়ক হিসেবেও এটি তার প্রথম শতক।

আজ সোমমার (২৪ ফেব্রুয়ারী) শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে ক্যারিয়ারের নবম শতকের দেখা পান বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল।

১৫৬ বলে ১২টি চারে তিনি এ শতক করেন। এ ম্যাচ শুরুর আগে তিনি দীর্ঘ সময় ধরে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের কথা বলেছিলেন। সেই আক্ষেপটা কাটল এবার।

টানা টেস্টে হারতে থাকা বাংলাদেশ এই ম্যাচে এখন চালকের আসনে। জিম্বাবুয়ের ২৬৫ রানের জবাবে খেলতে নামে মুমিনুলরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪৪২ রান। ক্রিজে আছেন মুশফিক ১৪৩ রানে এবং ‍লিটনদাস ৯ রানে।

গতকাল দ্বিতীয় দিন দু’জনেই দিন শেষ করেছেন। দু’জনের চতুর্থ উইকেটের জুটি থেকে আসে ১২৫ রান। এর আগে শান্ত সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছিলেন ৭১ রানে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.