মুন্সীগঞ্জে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত-১, আহত-৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সিমেন্টবাহী একটি মিকশ্চার গাড়ির ধাক্কায় মাইক্রোবাসে থাকা এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। উপজেলার বালুয়াকান্দি এলাকায় মুন পাম্পের সামনে আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আম্বিয়া খাতুন (৫৫)। তিনি কুমিল্লার বাসিন্দা। মাইক্রোবাসের আরোহীরা সবাই কুমিল্লা থেকে ঢাকা এয়ারপোর্টে যাচ্ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, সিমেন্টবাহী মিকশ্চার মেশিনের গাড়ির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ওই সময় মাইক্রোবাসে থাকা সবাই চাপা পড়ে যান। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বিটিসি নিউজকে জানান, দুর্ঘটনার আগে মাইক্রোবাসটি থামিয়ে রাস্তার পাশে প্রস্রাব করতে গিয়েছিলেন চালক। ওই সময় তরল সিমেন্টবাহী মিকশ্চার গাড়িটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে। আম্বিয়া খাতুন নামের একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. সোহেল চৌধুরী সোহেল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.