মুজিব স্বরণে ‘ছাতিয়ানতলা স্টুডেন্টস ফোরাম’র বৃক্ষরোপণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:  ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দামুড়হুদা থানার নাটুদা ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবীমূলক সংগঠন ছাতিয়ানতলা স্টুডেন্টস ফোরাম’র পক্ষ থেকে মুজিব স্বরনে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫আগস্ট) বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গনের সামনে বৃক্ষরোপণ ও আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংগঠনের সদস্য মুজাহিদ হোসেন এর সঞ্চালনায় নাটুদা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, বাঙালী জাতির অবিসংবাদি নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী সারাদেশে যে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে তাতে প্রমাণ হয় দেশবাসী একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চলমান সহিংসতা ও সন্ত্রাসের বিপক্ষে তাদের অবস্থান প্রকাশ করছে।

উক্ত বৃক্ষরোপণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাটুদা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের (ছাতিয়ানতলা) মেম্বার জবেদ আলী, নাটুদা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন, হারুন-অর রশীদ, আব্দুর রশীদ, জয়নাল আবেদীন, বগা হোসেন, শাখাওয়াত হোসেন সহ সংগঠনের সদস্যবৃন্দ এবং গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.