মুজিব শতবর্ষ উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করলো বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে “বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা ” বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)।
আজ সোমবার মুজিব শতবর্ষের পুস্তক প্রকশনা কমিটির সদস্য সচিব ড. মোঃ রজিউর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এ বিষয়ে তিনি বলেন,’শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন দর্শনের প্রতি আকৃষ্ট করা বা বঙ্গবন্ধুকে জানার জন্য আমাদের একটি প্রয়াস।আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে, বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে।
তিনি আরো বলেন,মুজিব বর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের মধ্যে এটা একটি।
প্রতিযোগিতার নিয়মাবলীঃ
১. বাংলা একাডেমির বানান রীতি অনুসরন করতে হবে।
২. বিজয় ফন্টে লিখিত হতে হবে। ৩. শব্দ সংখ্যা সর্বোচ্চ ২০০০।
৪. লেখা অবশ্যই মৌলিক হতে হবে।
৫. তথ্যসূত্র উল্লেখ করতে হবে।(যেমনঃ লেখকের নাম, গ্রন্থের নাম, প্রকাশকাল, প্রকাশকের নাম, পৃষ্ঠা নং)
৬. প্রথম ৩ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে। ৭. নির্বাচিত লেখকদের লেখা মুজিব শতবর্ষ সংকলনে প্রকাশিত হবে।
৮. লেখা জমা দেবার শেষ তারিখ ১৯.১১.২০২০ ইং।
৯.লেখাটি raziur.law@bsmrstu.edu.bdsb.bsmrstu@gmail.comabrahaman01@yahoo.com – ইমেইলে প্রেরণ করতে হবে।
১০. উল্লেখ্য অত্র রচনা প্রতিযোগিতা কেবলমাত্র বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি নওরীন বর্না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.