মুজিব বর্ষ উপলক্ষে সহায়ক উপকরণ পেলেন কুড়িগ্রামের ২৫ জন দুঃস্থ প্রতিবন্ধী

কুড়িগ্রাম প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে সহায়ক উপকরণ হুইলচেয়ার পেলেন কুড়িগ্রাম সদর উপজেলার ২৫ জন অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীরা। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রাম এর সহায়তায় ২০ জন কে হুইলচেয়ার, ৩ জন কে স্কাট ও ২ জনকে টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ সব উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নিবার্হী অফিসার নীলুফা ইয়াসমিন,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আরিফুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট ডাঃ আহসান হাবীব ও সাংবাদিক ইউনুস আলী প্রমুখ।

এর আগে ১০৫ জন অসহায় দৃঃস্থ প্রতিবন্ধীকে হুইলচেয়ারসহ অন্যন্য উপকরণ বিনা মূল্যে বিতরণ করা হয়েছিল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.