মুজিব বর্ষ উপলক্ষে বাগেরহাটে বিএনসিসি‘র সেবা সপ্তাহ শুরু

বাগেরহাট প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি, সুন্দরবন রেজিমেন্টের সরকারি পিসি কলেজ প্লাটুনে সেবা সপ্তাহ শুরু হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় বাগেরহাট সরকারি পিসি কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।
এসময় বাগেরহাট সরকারি পিসি কলেজের উপধ্যাক্ষ প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম, প্রফেসর ক্যাপ্টেন মোঃ শাহ আলম ফরাজী, সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দিন, প্লাটুন কমান্ডার মোঃ সাইফুর রহমান ফারুকীসহ বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।পরে কলেজ চত্বরে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
র‌্যালী শেষে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ফগার মেশিন মেশিন দিয়ে মশা নিধন স্প্রে করেন বিএনসিসি সদস্যরা। শনিবার শুরু হওয়া এই সেবা সপ্তাহের কর্মসূচি আগামী শুক্রবার পর্যন্ত চলবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.