মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ উঠান বৈঠকে নারীদের উন্নয়নে দৃশ্যমান কাজ করতে হবে : জেলা প্রশাসক 


বাগেরহাট প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মহিলাদের নিয়ে আয়োজিত বিশেষ উঠান বৈঠকে বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেছেন, ফাঁকা বুলি দিন শেষ, নারীদের উন্নয়নে দৃশ্যমান কাজ করতে হবে।

আমি বলছি না যে, সচেতনতার প্রয়োজন নেই, সচেতনতারও প্রয়োজন আছে, তবে আর কতোদিন ধরে আমরা সচেতন হবো।

এখন দৃশ্যমান উন্নয়নে কাজ করতে হবে। সরকার আমাদের নারীদের জীবনমান উন্নয়নে নানা ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে, আমাদের সকলকে এই সুযোগ গুলো কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নত করতে হবে।

তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প এর আওতায় বৃহস্পতিবার বাগেরহাট সদর উপজেলার মেগনিতলা এলাকায় মহিলাদের নিয়ে আয়োজিত বিশেষ উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

“শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” এই প্রতিপাদ্যে আয়োজিত বিশেষ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিকুন নাহার।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, বাগেরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলার চেয়ারম্যান এ্যাড. শরীফা খানম, এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্যসহ প্রায় অর্ধশতাধিক মহিলা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.