মুজিববর্ষ উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে উজিরপুরে ভিক্ষুককে জমিসহ গৃহদান

উজিরপুর প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের উজিরপুর মডেল থানা বরিশালে স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য জমিসহ নির্মিত গৃহ হস্তান্তর করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের প্রচেষ্টায় জমি ও ঘর পেলেন উপজেলার বড়াকোঠা গ্রামের নিলুফা বেগম লিলি।
জানা যায়, হতদরিদ্র নিলুফা বেগম লিলি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো। এদিকে জমিসহ ঘর পেয়ে ভিক্ষুক নিলুফা খুব খুশি।
গত ১০ এপ্রিল নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর থেকে উজিরপুর মডেল থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স চালু হয় এবং পরিচালনা করেন পুলিশের মহিলা উপ-পরিদর্শক শেফালী বেগম।
বাংলাদেশ পুলিশের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশবাসী। এ ছাড়াও সরকারের অঙ্গীকার ভিক্ষুকমুক্ত ও গৃহহীন থাকবে না কেউ তা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ভিক্ষুককে জমিসহ গৃহদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.