মুজিববর্ষ উপলক্ষ্যে উজিরপুর মডেল থানায় বৃক্ষরোপনের উদ্বোধন

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে উজিরপুর মডেল থানার উদ্যোগে বৃক্ষরোপনের উদ্ধোধন করেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের পক্ষে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বরিশাল, মোঃ নাইমুল হক।

আজ বৃহষ্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩ টায় মডেল থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান,ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন,এস.আই জি.এম আনিচুজ্জামান,কামাল হোসেনসহ একাধিক পুলিশ সদস্য। বিভিন্ন প্রজাতির ৫ শতটি চাড়া গাছ রোপন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি বলেন পুলিশ জনগনের বন্ধু। জনগনকে সাথে নিয়েই সকল অপরাধ দমন করতে হবে। এমনকী দেশের সকলকে গাছ লাগানোর আহবান জানান তিনি।

মডেল থানার ওসি জানান পরিবেশ দুষন মুক্ত রাখতে গাছের কোন বিকল্প নেই। তাই উপজেলার প্রতিটি মানুষকে গাছ লাগানোর আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.