মুগদা হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ড: চিকিৎসক-নার্সসহ আহত-৫

ঢাকা প্রতিনিধি: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ছয়তলায় করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।
হাসপাতালটির কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্জ ডা. আনিসুর রহমান বিটিসি নিউজকে জানান, অগ্নিকাণ্ডের সময় সেখানে কোনো করোনার রোগী ছিল না।
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ যে পাঁচজন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি চিকিৎসক-নার্স হলেন- রুমি খাতুন, জহিরল হক, মনিকা প্যারেরা, নাজমুল হোসেন ও অজ্ঞাত আরেকজন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এসি বিস্ফোরণে মুগদা হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. এনায়েত হোসেন বিটিসি নিউজকে জানান, দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.