মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এককভাবে নাগরিকত্ব-আন্দোলন করার কথা জানিয়ে দিলেন

 

কলকাতা প্রতিনিধি: গতকাল সোমবার (১৩ জানুয়ারী) কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধীর ডাকা বিরোধী নেতাদের বৈঠকে মমতা যাননি। তার কারণ হিসেবে তিনি বাংলা বন্ধের নামে রাজ্যে সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে ‘গুন্ডামি’র অভিযোগ তুলেছেন ৷ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ‘‘যে দলের যেখানে শক্তি আছে, তারা সেই রাজ্যে আন্দোলন করুক। আমাদের এখানে শক্তি আছে, আমরা এখানে করব।’’

‘‘দু’ঘন্টার জন্য ঝান্ডা নিয়ে এসে পালিয়ে যাওয়া আন্দোলন নয়। সস্তায় প্রচার পাওয়ার জন্য কেউ কেউ দুটো বাসে আগুন দিয়ে দিচ্ছে। দুটো ঢিল ছুড়ে দিচ্ছে। গালাগালি দিচ্ছে। এভাবে আন্দোলন হয় না। আন্দোলন করতে চাইলে রাস্তায় থাকতে হয়। বন্ধ করে আন্দোলন হয় না ’’, তৃণমূল নেত্রী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ধর্মতলায় তৃণমূলের ছাত্র সংগঠনের ধরনা মঞ্চে এদিন এই কথাগুলো  বলেন ৷

আগামী ২২-২৩ জানুয়ারী দার্জিলিংয়ে সিএএ-এনপিআর-এনআরসি’ বিরুদ্ধে মিছিল করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তারপর অন্য জেলায়ও পদযাত্রাও করবেন বলে জানিয়েছেন তৃণমূলের সুপ্রিমো । মোদী ও মমতার গত শনিবারের একান্ত বৈঠককে বিজেপি-তৃণমূলের আঁতাত বলে প্রচারে সিপিএম এবং কংগ্রেস ৷ বিজেপি-বিরোধী ভোট ভাগাভাগির সুযোগ না দিতেই তিনি এককভাবে নাগরিকত্ব-আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলন করার কথা জানিয়ে দিলেন ৷ সিপিএমের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে বলেছেন , ‘‘সিপিএমের সঙ্গে বিজেপির কোনও পার্থক্য নেই। দুটো সরকারই গুলি চালিয়ে মানুষ মেরেছে’’ ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.