মুখে কালো কাপড় বেঁধে ত্রাণ বঞ্চিতদের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে করোনাভাইরাস আতঙ্কে কর্মহীন হয়ে পরা সাধারণ মানুষ মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে। আজ বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পঞ্চগড় শহরস্থ চৌরঙ্গী মোড়ে সরকারি ত্রাণ থেকে বঞ্চিত সাধারন মানুষের আয়োজিত মানববন্ধনে অংশ নেয় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । মানববন্ধনে দেখা গেছে সামাজিক দুরত্ব কি কিছু মানুষ জানলেও অধিকাংশ মানুষই তা জানেন না।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজি আল তারিক ,পঞ্চগড় পৌর যুবলীগ এর সভাপতি হাসনাত মোঃ হামিদুর রাহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান,সাধারণ সম্পাদক শাহজালাল,জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রেজা মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন ।

বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক বলেন, আমি পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে মোবাইল করেও কোন সহযোগিতা না পেয়ে বিভাগীয় কমিশনার এঁর কাছে ফোনে কথা বলি, পরে কিছু সহযোগিতা পেয়েছি ।

পঞ্চগড় সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজি আল তারিক সাধারণ মানুষকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করে বলেন উপর মহলের সাথে কথা বলে ত্রাণের ব্যবস্থা করা হবে ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.