মুখের বলি ৩ কাঠা ৫ লক্ষ টাকায় বিক্রি করেছে হাজবেন্ড! বাগমারায় কে এই অজ্ঞাত বৃদ্ধা ?

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা পথে প্রান্তে ঘুরে ফিরছে অজ্ঞাত এক বৃদ্ধা (৬০)। অজ্ঞাত ওই বৃদ্ধার পরিচয় কেউ জানে না। সবুজ-লাল রংগের শালুয়ার পরিহিত। পথেই ঘুরছেন, যেন পথই তার ঠিকানা। কখন খাবার জন্য বাসায় প্রবশে করছে। মুখে শুধু বলছে ‘৩ কাঠা ৫ লক্ষ টাকায় বিক্রি করেছে হাজবেন্ড’! নিজের নাম ঠিকানা বলতে পারেন না তিনি।
তবে স্থানীয় এক চা বিক্রেতা একজন পথচারীরর বরাত দিয়ে জানান, ওই মহিলার বাড়ি কুমিল্লার কথা কোন এক সময়ে বলছিলেন। তবে তার অতিরিক্ত কিছু বলতে শুনেননি বলে জানিয়েছেন। বৃদ্ধা গত কয়েক দিন ধরে উপজেলার বালানগর ও তার পাশ্ববর্তি এলাকায় অসহায় অবস্থায় দেখে নানা জনে জল্পনা-কল্পনা করলেও কেউ তার সহায়তায় এগিয়ে আসেননি। বৃহস্পতিবার সন্ধ্যার প্রাক্কালে উপজেলার গোপালপুর এলাকায় তাকে পথে চলতে দেখা গেছে।
কোরবানীর পর অসহায় ভাবে পথে চলতে দেখে অনেকে তাকে স্থান দিতে চাইলেও তিনি কোথাও ভিড়ছেন না। বৃদ্ধার অবস্থা খুবই খারাপ। তার শরীর নূয়ে পড়েছে। তিনি নিজে তেমন কোন কিছুই বলতে পারছেন না। তার গায়ের রং শ্যামলা, মাথার চুল এলোমেলো, পরনে লাল, কালো ছাপা ক্যামিজ ও নীল রংগের পাইজামা পরিহিত রয়েছে।
উপজেলার বালানগর, শ্রামপুর, গোপালপুরসহ কয়েক এলাকার লোকদের সাথে কথা বললে তারা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধার কোন পরিচয় মিলছে না। হঠাৎ করে কয়েক দিন ধরে এ এলাকায় পথে-প্রান্তে ঘুরছে। টাকা পয়সা কেউ দিলে নিচ্ছে। তবে ব্যবহার জানে কি না তা বুঝা যাচ্ছে না। তিনি পথ ভুলে কোন এলাকা হতে দিক ভুলে ছুটছেন বলে অনেকে মন্তব্য করেছেন। তিনি এক ধরনের মানসিক রোগী। কথায় কথায় মুখে শুধু বলছে ‘৩ কাঠা ৫ লক্ষ টাকায় বিক্রি করেছে হাজবেন্ড’। তাকে উন্নত চিকিৎসা দেয়ার প্রয়োজন।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামকে অবহিত করা হয়েছে। তিনি ওই বৃদ্ধার খোঁজ খবর নিবেন বলে জানিয়েছেন। এছাড়া বিষয়টি স্থানীয়রা সাংবাদিকদের প্রচার-প্রচারণার জন্য অনুরোধ করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.