মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজশাহীর শিক্ষার্থীদের নামে স্মৃতিফলকের দাবী

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নামে স্মৃতিফলক হিসেবে স্থাপনা বসানোর দাবি জানিয়েছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় শহীদ শামসুল আলমের ৪৯তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব চত্বরে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণসভায় এ দাবি জানানো হয়।

স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্মৃতি পরিষদ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়লিউর রহমান বাবু, শহীদ শামসুল আলমের ছোট ভাই কৃষক নেতা রবিউল আলম বাবু প্রমুখ। সভায় ঢাকা থেকে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান।

স্মরণ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্তম্ভ মূলত তিনটি। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে রাজশাহী অঞ্চলের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশের জন্য মূল্যবান জীবনটাও বিলিয়ে দেন তারা। কিন্ত তাদের অনেকেরই নামে কোনো স্মৃতিফলক স্থাপন করা হয়নি। যেটি করা জরুরী।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এ অঞ্চলের শিক্ষার্থীদের নামে অবিলম্বে স্থাপনা বসাতে হবে। বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি বাস্তবায়ন করতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার বিকল্প নেই। পুনরায় জিরো টলারেন্স ঘোষণা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়কে আরো একধাপ এগিয়ে নিতে হবে। দেশের উন্নয়নমূলক কর্মকা-ে জনগণকে প্রধানমন্ত্রীর পাশে থাকার আহবান জানান বক্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান। #

 

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.