‘‘মুক্তিযুদ্ধের চেতনায় সাজাবো বাংলাদেশ’’

নিজস্ব প্রতিবেদকতিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি কাক্সিক্ষত বিজয়, পেয়েছি স্বাধীনতা। বাংলার আকাশ জুড়ে আজ উড়ছে লাল সবুজ বিজয়ের পতাকা। মহান বিজয় দিবসের তাৎপর্য এবং গৌরবময় বিজয়ের ৪৭ বছরের চেতনাকে সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ‘মুক্তিযুদ্ধের চেতনায় সাজাবো বাংলাদেশ।’

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী আজ ১৬ ডিসেম্বর’২০১৮ রবিবার দিনব্যাপি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সন্ধায়  শিশু একাডেমীর সম্মুখ আঙ্গিনায় ১৬ই ডিসেম্বরের ১৬ হাজার মোমবাতি ও এলইডি বাল্বের উপর জাতীয় স্মৃতিসৌধর ও বাংলদেশের জাতীয় পতাকা নিয়ে রাজশাহী শিশু একাডেমীর প্রশিক্ষণের ছাত্র/ছাত্রীদের পরিবেশনায় ‘মুক্তিযুদ্ধের চেতনায় সাজাবো বাংলাদেশ’ সাংস্কৃতিক অনুষ্ঠান উজ্জাপন হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মহোদয়ের সহধর্মীনীসহ জেলা পর্যায়ের কর্মকর্তাদের সহধর্মীনীগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো. মন্জুর কাদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।

ছবিঃ বিটিসি নিউজ এর ফটো সাংবাদিক শামীম আক্তার ডাবলু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.