মুকেশ আম্বানিকে টপকে গেলেন একসময়ের পিৎজা বার্গার মেকিং বয় চ্যাংপেং ঝাউ

কলকাতা (ভারত) প্রতিনিধি: সঠিক পদক্ষেপ ও অধ্যবসায়ই পারে মানুষকে শিখরে পৌঁছে দিতে। চিনা বংশোদ্ভূত কানাডার নাগরিক মিঃ চ্যাংপেং ঝাউ দৃষ্টান্ত স্থাপন করে দেখালেন অধ্যবসায়ই সফলতার চাবিকাঠি হতে পারে।
তিনি একসময়ে কাজ করতেন ম্যাকডোনাল্ডে, পিৎজা বার্গার মেকার হিসাবে।কিশোর বয়স থেকেই পরিবারের পাশে দাঁড়াতে হয়েছিল এই মিঃ ঝাউকে। কিন্তু ক্রমে তিনি তাঁর অধ্যবসায়কে বাজি রেখে হয়ে উঠলেন ধনকুবের।
তাঁর সম্পদের পরিমাণ ৯হাজার ৬০০কোটি ডলার। ব্লুমবার্গের হিসেবে ১১তম ধনকুবেরের তালিকায় জায়গা করে নিয়েছেন মিঃঝাউ। সম্পদের নিরিখে বিশিষ্ট ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকেও ছাড়িয়ে গেছেন।
বর্তমানে মিঃ ঝাউ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ সংস্থা বাইনান্সের প্রতিস্ঠাতা সিইও। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্রিপ্টো সার্কেলে ‘সি জেড’ নামে পরিচিত। এই সংস্থায় তাঁর শেয়ারের পরিমাণ ৯০শতাংশ।
ব্লুমবার্গ তাঁর ব্যক্তিগত শেয়ার ও বাইনান্স কয়েনের মূল্য বিশ্লেষণ করেনি। এই সম্পত্তি যোগ করলে চ্যাংপেং বিল গেটস ও জুকেরবার্গকে অচিরেই পেছনে ফেলে দেবে বলে তথ্যাভিজ্ঞমহলের মত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.