মীরসরাইয়ে লরির ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত-১০

চট্টগ্রাম ব্যুরো: মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় যাত্রীবাহী একটি বাস উল্টে ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৬ জুন) দুপুর ১টায় বড়তাকিয়া এলাকার খৈয়াছড়া ঝর্ণা রোডের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বিটিসি নিউজকে জানান, ঢাকামুখী লেনে উত্তরা পরিবহন নামে একটি লোকাল বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটিই রাস্তার পাশে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন। প্রত্যক্ষদর্শীর তথ্য মতে দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.