মিয়ানমার রোহিঙ্গা নির্যতনের বিচার শুরু করেছে সামরিক আদালতে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক বাহিনী কতৃক রোহিঙ্গাদের উপর চালানো নিষ্ঠুরতার ঘটনায় কোর্ট মার্শাল বা সামরিক আদালতে বিচার শুরু করেছে মিয়ানমার। সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রোহিঙ্গাদের উপর নিষ্ঠুরতার ঘটনায় গতকাল মঙ্গলবার থেকে নিজস্ব আদালতে বিচার শুরু করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন তদন্তের পর এই বিচার কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যার দায়ে গত ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক আদালতে মামলা করেছে গাম্বিয়া৷ আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর এই মামলার শুনানি হবে।

সেখানে মিয়ানমারের নেত্রী অং সান সুচির উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি-তেও মামলা করা হয়েছে, যদিও এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে মিয়ানমার।

আন্তর্জাতিক ভাবে বিচারের এই উদ্যোগ নিজেদের সার্বভৌমত্ত্বের প্রতি হুমকি হিসেবে মনে করে। সে কারণে মিয়ানমার বলে আসছে তারা নিজেরাই অভিযোগগুলো তদন্ত করবে।

ঠিক এমন প্রেক্ষাপটেই কোর্ট মার্শালের কথা জানালো দেশটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.