মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৩৯ বিক্ষোভকারী নিহত

(মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৩৯ বিক্ষোভকারী নিহত–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে গতকাল রবিবার (১৪ মার্চ) নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৩৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির বাণিজ্যিক রাজধানী হ্লায়াইং থারইয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে ২২ জনের মৃত্যু হয়েছে।
এমন একসময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যখন ক্ষমতাচ্যুত রাজনীতিবিদরা জান্তা সরকারের বিরুদ্ধে বিপ্লবের ডাক দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এমন খবর দিয়েছে।
রোববার মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
ইয়াঙ্গুনের হ্লায়াইং থারইয়া এলাকায় আন্দোলনকারীরা লাঠি ও ছুরি হাতে বিক্ষোভ করলে এলোপাতাড়ি গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাতে এই রক্তপাতের ঘটনা ঘটেছে।
এক চীনা ব্যবসায়ীর ওপর হামলা করার পর এলাকাটিতে সামরিক আইন জারী করে জান্তা সরকার। সেনাবাহিনীকে চীন সমর্থন দিচ্ছেন বলে বিক্ষোভকারীদের ধারণা।
১ ফেব্রুয়ারী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় দেশটির সামরিক বাহিনী।
তারা বেসামরিক নেতা ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকেও গ্রেফতার করেছে।
গত মাসের অভ্যুত্থানকে মেনে নিতে অস্বীকার করেছেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। বিপ্লবের ডাক দিয়ে তারা আত্মগোপনে চলে গেছেন।
সামরিক বাহিনীর ধরপাকড় প্রতিরোধে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের নেতা মান উইন খায়াং থান।
তিনি বলেন, জাতীয় জীবনে এটি সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত। তবে অন্ধকার দূর করে শিগগিরই ভোরের আলো ফুটে উঠবে। (সূত্র: রয়টার্স-বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.