মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারকে একটি ভারতীয় পুরনো সাবমেরিন দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরেই। সাবমেরিনটির সংস্কারকাজ শেষে নির্ধারিত সময়ের আগেই তা মিয়ানমারকে হস্তান্তরের প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার।

তথ্যে প্রকাশ, আগামী মার্চ মাসেই মিয়ানমারের কাছে ওই কিলো-ক্লাস সাবমেরিন ‘আইএনএস সিন্ধুবীর’ হস্তান্তর করতে যাচ্ছে ভারত।

সাবমেরিনটি রাশিয়ার তৈরি হলেও ভারত দীর্ঘদিন তা ব্যবহার করেছে। ২০১৭ সালে সাবমেরিনটি সংস্কার করার দায়িত্ব পায় এইচএসএল। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে ভারতের নৌবাহিনীর কাছে সেটি হস্তান্তর করে তারা।

নির্ধারিত সময়ের আগেই সাবমেরিনটি সংস্কার ও সংযোজনের কাজ শেষ করেছে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড (এইচএসএল)।

এতদিন মিয়ানমারের কোনো সাবমেরিন ছিল না। এবার সেটি সংগ্রহ করায় মিয়ানমারের নৌবাহিনীর সক্ষমতা বাড়বে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.