‘মিস ওয়ার্ল্ড’ মেক্সিকোর ভেনিসা লিওন, বাদ পড়লেন ঐশী

বিটিসি নিউজ ডেস্ক: দীর্ঘদিন মেধা-প্রতিভা-সুন্দরের প্রতিযোগিতায় লড়াই গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বিশ্বের ১১৮ দেশের সেরা সুন্দরীদের নিয়ে এই প্রতিযোগিতায় ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’র মুকুট ছিনিয়ে নিলেন মেক্সিকান মডেল ভেনিসা লিওন। পুরো নাম ভেনিসা পনসে দে লিওন। গ্রান্ড ফিনালের নিয়মানুযায়ী গতবারের বিশ্ব সুন্দরী ভারতের মানুষী ছিল্লার হাত তার মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দেন।

গতকাল শনিবার সন্ধ্যায় চীনের সানইয়াহ শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে ১১৮ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিচারকমণ্ডলী ভেনিসাকে বিজয়ী ঘোষণা করেন।

 

ভেনিসা হলেন ৬৮তম মিস ওয়ার্ল্ড। তিনি ১৯৯২ সালের ৭ মার্চ জন্মগ্রহণ করেন। ভেনিসা একজন মেক্সিকান মডেল। তিনিই হলেন প্রথম মেক্সিকান যিনি বিশ্ব সুন্দরীর মুকুট জিতে নিলেন। ৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ এই সুন্দরীর চোখ কালো আর চুল বাদামী রঙের। এই সুন্দরী গুয়ানজাজুটো বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্যে ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি মানবাধিকার বিষয়ে ডিপ্লোমা করেছেন। ভেনিসা মিস মেক্সিকো হয়ে বিশ্ব সুন্দরীর মঞ্চে পা রাখেন।

বিশ্ব সুন্দরীর প্রতিযোগীতার এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন থাইল্যান্ডের মেয়ে নিকোলেনে পিছাপা লিমসনসুকান। তবে, ভেনিসার প্রতিযোগী হিসেবে এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রতিযোগী ‘মিস ওয়ার্ল্ড’-এ সেরা ৩০ এর মঞ্চে ছিলেন।

মিস ওয়ার্ল্ড ২০১৮’র ফাইনাল থেকে বাদ পড়েছেন বাংলাদেশি সুন্দরী জান্নাতুল ফেরদৌস ঐশী।  চীনের সানইয়াহ শহরে আয়োজিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে থেকে বাদ পড়েন তিনি।

সেরা ত্রিশ থেকে সেরা বারো নির্বাচনের প্রক্রিয়ায় বাদ পড়েন ঐশী। এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রতিযোগী ‘মিস ওয়ার্ল্ড’ এর সেরা ত্রিশ নির্বাচিত হলেন।

ফাইনালের মঞ্চে ঐশীর সঙ্গে বাদ পড়েছেন গতবারের বিজয়ী দেশ ভারতের প্রতিযোগীও।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.