মিসরের শারম আল শেখ বিমানবন্দরে ১৯৬ যাত্রী নিয়ে বিমানে অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিসরের শারম আল শেখ বিমানবন্দরে ১৯৬ যাত্রী নিয়ে  বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় কোন ক্ষয়-ক্ষতি হয়নি। অবতরণের পর দাঁড়িয়ে থাকা বিমানে আগুন লাগায় তা দ্রুতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আজ বুধবার (১৩ নভেম্বর) ইউক্রেন থেকে মিসরের শারম আল শেখ বিমানবন্দরে বিমানটি অবতরণের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।

খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বিমানটি ছিল মিসরের। সেটি নাটকীয়ভাবে অবতরণের পর অগ্নিকাণ্ডের শিকার হয়। ইউক্রেন থেকে স্কাইআপ এয়ারলাইন্সের বোয়িং৭৩৭-৮০০ বিমানটি সমুদ্র তীরবর্তী ওই বিমানবন্দরে অবতরণের সময় আগুন ধরে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। অবতরণের সময় বিমানটির হাইড্রোলিক ফ্লুইড লিকেজ হয়। ফলে বিমানটির হট ব্রেকে সেই ফ্লুইড ছড়িয়ে পড়ায় দ্রুত আগুন ধরে যায়।

মিসরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বিমানের এই আগুন বিপর্যয়ে রূপ নিতে পারতো। কর্মীরা পেশাদারিত্ব দেখিয়ে আগুন নিভিয়ে না ফেললে বিমানবন্দরের অন্যান্য বিমানেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.