মিসরীয় গোয়েন্দাপ্রধান ফিলিস্তিনে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কায়রোতে

(মিসরীয় গোয়েন্দাপ্রধান ফিলিস্তিনে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কায়রোতে–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফরে গেছেন। একই সময় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আসখেনাজি মিসরে আসেন। আরবনিউজ ও আল-আরাবিয়াহ এমন খবর দিয়েছে।
গতকাল রবিবার (৩০ মে) এক ফিলিস্তিনি মন্ত্রী বলেন, ফিলিস্তিনি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন আব্বাস।

এর আগে মিসরের মধ্যস্থতায় গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি হয়েছে। গত ১০ মে থেকে ইসরায়েলি হামলায় ২৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৯টি শিশু। এতে এক হাজার ৯০০ ফিলিস্তিনি আহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এগারো দিনের যুদ্ধ শেষে ২১ মে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। রোববার ফিলিস্তিনি বেসামরিক বিষয়কমন্ত্রী হুসেইন শেখ বলেন, সম্প্রতি ইসরায়েলি আগ্রাসন শেষে সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন আব্বাস কামেল।

রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ছাড়াও জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন।

বৈঠকে জেরুজালেম ও তার পবিত্রতা নিয়েও আলোচনা করার জানিয়ে তিনি বলেন, এতে গাজা উপত্যকার পুনর্গঠন ও ফিলিস্তিনি জাতীয় সংলাপের বিষয়টিও থাকছে।

এদিকে ইসরায়েলি একটি সরকারি রেডিওর খবরে বলা হয়েছে, গত ১৩ বছরের মধ্যে প্রথম কোনো ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গাবি আসখেনাজি মিসর সফরে এসেছেন।

এ সময়ে তিনি মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে বৈঠক করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.