BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিশরে ‘গাজা শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে ট্রাম্পের আমন্ত্রণ পেলেন মোদি

মিশরে ‘গাজা শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে ট্রাম্পের আমন্ত্রণ পেলেন মোদি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম-এল শেখে অনুষ্ঠিত হতে যাওয়া গাজা ‘শান্তি শীর্ষ সম্মেলনে’ যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এখনও আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে তার উপস্থিতি নিশ্চিত করেনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ভারতের প্রধানমন্ত্রীকে ‘শেষ মুহূর্তে আমন্ত্রণ’ জানিয়েছেন।

ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করার একদিন পর এই প্রতিবেদনটি প্রকাশিত হলো।
 
ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর গোর বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সাথে আমার একটি অসাধারণ বৈঠক হয়েছে। আমরা প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তিসহ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছি।’

গোর আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ভারতের সাথে তার সম্পর্ককে অত্যন্ত মূল্যবান বলে মনে করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে একজন মহান এবং ব্যক্তিগত বন্ধু হিসেবে দেখেন।’

এদিকে, মোদি তার এক্স হ্যান্ডেলে এই সাক্ষাতের কথা পোস্ট করে বলেন, ‘ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমি নিশ্চিত যে তার মেয়াদ ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।’
 
ডনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এই শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন, যেখানে ২০টি দেশের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মিশরের প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, সোমবার বিকেলে মিশরের লোহিত সাগরের অবকাশ যাপনকারী শহর শার্ম আল-শেখ-এ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 
 
বৈঠকের লক্ষ্য হবে গাজা উপত্যকায় যুদ্ধের চূড়ান্ত অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি নতুন যুগের সূচনা করা।

অ্যাক্সিওসের এক প্রতিবেদন অনুসারে, আল-সিসি বেশ কয়েকজন ইউরোপীয় এবং আরব নেতার কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া।
 
দ্য গার্ডিয়ানের মতে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।
 
তবে, এই শীর্ষ সম্মেলনে ইসরাইল এবং হামাসের অংশগ্রহণের সম্ভাবনা কম বলে জানা গেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে : বাণিজ্য উপদেষ্টা ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা তারেক রহমানের জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস : তারেক রহমান সারা দেশে গ্রামে গ্রামে ‘হেলথ কেয়ার’ করতে চাই : তারেক রহমান একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন একনেকে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা : পরিকল্পনা উপদেষ্টা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত বাগমারায় জামায়াতে এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ বিএনপি ক্ষমতায় গেলে ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করা হবে : বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত