BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিশরের গোয়েন্দা প্রধানের সাথে হামাসের বৈঠক, চুক্তিকে ‘দুর্বল’ করার অভিযোগ

মিশরের গোয়েন্দা প্রধানের সাথে হামাসের বৈঠক, চুক্তিকে ‘দুর্বল’ করার অভিযোগ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হামাসের একটি জ্যেষ্ঠ প্রতিনিধিদল কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধানের সাথে দেখা করেছে। দেখা করে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে আলোচনা করে তারা। এ সময় হামাস অভিযোগ করেছে, ইসরাইল ক্রমাগত হামলা চালিয়ে চুক্তিকে হুমকির মধ্যে ফেলছে।

সোমবার (২৪ নভেম্বর) আল জাজিরা প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, দলটি জানায়, গাজার ফিলিস্তিনিরা সাম্প্রতিক ইসরাইলি হামলায় নিহত কয়েক ডজন মানুষের জানাজায় অংশ নিয়েছে।

রোববার এক বিবৃতিতে, হামাস বলেছে, তারা মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সাথে বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছে, তবে ইসরাইলকে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে যা চুক্তিকে দুর্বল করে তুলছে।

এদিকে, হামাসের প্রতিনিধিদল চুক্তির যেকোনো লঙ্ঘন নথিভুক্ত এবং বন্ধ করার জন্য মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে একটি সুনির্দিষ্ট ও স্পষ্ট প্রক্রিয়া তৈরির আহ্বান জানিয়েছে।

মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র হামাস এবং ইসরাইলের মধ্যে মধ্যস্থতা করছে, যা গত মাসে কার্যকর হওয়া প্রথম ধাপের যুদ্ধবিরতি নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি দলটি জানায়, তারা গাজার ইসরাইলি-নিয়ন্ত্রিত এলাকার রাফাহতে টানেল নেটওয়ার্কে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের সমস্যাটি জরুরিভাবে সমাধানের উপায় নিয়েও মিশরের সাথে আলোচনা করেছে।

গাজা জুড়ে ইসরাইলি বাহিনীর বিমান হামলার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই হামলায় ঘরবাড়ি, অস্থায়ী আশ্রয়স্থল এবং একটি গাড়ি ধ্বংস হয়ে যায় এবং শিশুসহ কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হন।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা হামাস সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে, কারণ এই দলটি ইসরাইলি নিয়ন্ত্রিত গাজা অঞ্চলে সৈন্যদের উপর আক্রমণ করার জন্য একজন যোদ্ধাকে পাঠিয়েছিল। শনিবারের হামলায় নিহতদের মধ্যে একজন স্থানীয় হামাস কমান্ডারও ছিলেন বলে জানায় ইসরাইল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?