মিলনের সময় আটকে গেল যৌনাঙ্গ

বিটিসি আন্তর্জাতিক ডেস্কস্ত্রী রয়েছে তবুও লুকিয়ে অন্য নারীর সাথে পরকিয়ায় মেতেছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই চলছিল তার এই কাণ্ড। কিন্তু এর পরিণতি যে এমন হবে, তা হয়তো কল্পনাই করেননি তিনি। সম্প্রতি সেই প্রেমিকার সঙ্গে মিলনের সময় ঘটে বিপত্তি কর ঘটনা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার একটি হোটেলে সম্প্রতি পরনারীর সঙ্গে মিলনের সময় ওই ব্যক্তির যৌনাঙ্গ আটকে যায়।

জানা যায়, ওই ব্যক্তি একটি হোটেল রুম ভাড়া করে তার প্রেমিকাকে নিয়ে আসেন। শারীরিক মিলন চলাকালীন তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং সাহায্যের জন্য অ্যালার্ম বাজান। পরে হোটেলের কর্মীরা সেখানে প্রবেশ করে দেখেন, তাদের যৌনাঙ্গ এমন ভাবে আটকে গেছে যে তারা আলাদা হতে পারছিলেন না।

হোটেলর কর্মীরা চেষ্টা করেও তাদের আলাদা করতে না পেরে ওঝা ডেকে আনেন। ঝাড়ফুঁক করে তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেন সেই ওঝা। কিন্তু ব্যর্থ হন তিনি। পরে ওই যুগলগে নিতে হয় চিকিৎসকের কাছে।

চিকিৎসকদের মতে, এই অবস্থার নাম ‘পেনিস ক্যাপটিভাস’। তারা জানিয়েছেন, এমন ঘটনা বিরল, তবে নজিরবিহীন নয়। এর আগেও এক সঙ্গীতশিল্পী আর এক শিল্পীর স্ত্রীর সঙ্গে মিলিত হতে গিয়ে এই অবস্থায় পড়েছিলেন। উগান্ডায় ঘটা সেই ঘটনার ভিডিও চাঞ্চল্য সৃষ্টি করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.