মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন ১৭ বছর পর কারামুক্ত বিএনপি’র নেতা পিন্টু

ঢাকা প্রতিনিধি: সতেরো বছর পর কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু সাক্ষাৎ করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপির মহাসচিবের বাসায় পিন্টুর পরিবার এ সাক্ষাৎ করতে যান আবদুস সালাম পিন্টু।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এর আগে, ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আব্দুস সালাম পিন্টুকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই কারাগারে ছিলেন তিনি। সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পান পিন্টু। তারপর কারাগার থেকে মুক্তি পান এ বিএনপি নেতা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.